জবুর 137:6-8 Kitabul Mukkadas (MBCL)

6. যদি আমি তোমাকে মনে না রাখি,যদি জেরুজালেমকে আমার সবচেয়ে বেশীআনন্দের জিনিস বলে মনে না করি,তবে আমার জিভ্‌ যেন আমার তালুতে লেগে যায়।

7. হে মাবুদ, জেরুজালেমের ধ্বংসের দিনেইদোমীয়রা যা করেছিল তা মনে করে দেখ;তারা বলেছিল, “ধ্বংস কর,একেবারে এর ভিত্তি পর্যন্ত ধ্বংস করে ফেল।”

8. ওহে ব্যাবিলন কন্যা, তোমাকে ধ্বংস করা হবে;তুমি যেমন আমাদের প্রতি করেছ,ধন্য সেই লোক যে তোমার প্রতি তা করবে!

জবুর 137