4. কিন্তু বিদেশের মাটিতে আমরা কেমন করেমাবুদের কাওয়ালী গাইতে পারতাম?
5. হে জেরুজালেম, যদি আমি তোমাকে ভুলে যাইতবে আমার ডান হাত যেন অকেজো হয়ে যায়।
6. যদি আমি তোমাকে মনে না রাখি,যদি জেরুজালেমকে আমার সবচেয়ে বেশীআনন্দের জিনিস বলে মনে না করি,তবে আমার জিভ্ যেন আমার তালুতে লেগে যায়।
7. হে মাবুদ, জেরুজালেমের ধ্বংসের দিনেইদোমীয়রা যা করেছিল তা মনে করে দেখ;তারা বলেছিল, “ধ্বংস কর,একেবারে এর ভিত্তি পর্যন্ত ধ্বংস করে ফেল।”