জবুর 137:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. ব্যাবিলনের নদীগুলোর ধারে বসেআমরা যখন সিয়োনের কথা মনে করতামতখন আমাদের চোখ দিয়ে পানি পড়ত।

2. সেখানকার উইলো গাছে আমাদের বীণাগুলোআমরা টাংগিয়ে রাখতাম।

3. যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিলসেখানে তারা আমাদের কাওয়ালী গাইতে বলত;সেই অত্যাচারীরা আমাদের কাছ থেকেআনন্দের কাওয়ালী শুনতে চাইত;তারা বলত, “তোমরা সিয়োনের একটা কাওয়ালী আমাদের শোনাও।”

4. কিন্তু বিদেশের মাটিতে আমরা কেমন করেমাবুদের কাওয়ালী গাইতে পারতাম?

5. হে জেরুজালেম, যদি আমি তোমাকে ভুলে যাইতবে আমার ডান হাত যেন অকেজো হয়ে যায়।

জবুর 137