জবুর 135:1-2-6 Kitabul Mukkadas (MBCL)

1-2. আলহামদুলিল্লাহ্‌!তোমরা মাবুদের প্রশংসা কর;হে মাবুদের খেদমতকারীরা,যারা মাবুদের ঘরে এবাদত-কাজ করে থাক,যারা আমাদের আল্লাহ্‌র ঘরের উঠানে এবাদত-কাজ করে থাক,তোমরা মাবুদের প্রশংসা কর।

3. মাবুদের প্রশংসা কর, কারণ তিনি মেহেরবান;তাঁর প্রশংসা-কাওয়ালী গাও, কারণ তা করা খুব ভাল।

4. মাবুদ ইয়াকুবকে তাঁর নিজের জন্য,ইসরাইলকে তাঁর নিজের সম্পত্তি হবার জন্য বেছে নিয়েছেন।

5. আমি জানি মাবুদ মহান;আমাদের মালিক সব দেব-দেবীর চেয়েও মহান।

6. আসমানে, দুনিয়াতে, সাগরে ও দুনিয়ার গভীর স্থানেমাবুদ তাঁর ইচ্ছামত কাজ করেন।

জবুর 135