জবুর 130:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. হে মাবুদ, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি তোমাকে ডাকছি;

2. হে মালিক, তুমি আমার ডাক শোন;আমার এই ফরিয়াদে তুমি কান দাও।

3. হে মাবুদ, তুমি যদি অন্যায়ের হিসাব রাখ,তবে হে মালিক, কে দাঁড়িয়ে থাকতে পারবে?

4. কিন্তু তোমার কাছে মাফ আছে,যেন লোকে তোমাকে ভয় করে।

জবুর 130