3. হে আমার মাবুদ আল্লাহ্,আমার দিকে চেয়ে দেখ, আমাকে জবাব দাও;আমার শক্তি ফিরিয়ে দাও,নইলে আমার উপর আসবে মরণের ঘুম।
4. আমার শত্রু তখন বলবে, “আমি তাকে হারিয়ে দিয়েছি।”আমি স্থির না থাকলে আমার শত্রুরা আনন্দ করবে।
5. কিন্তু আমি তোমার অটল মহব্বতের উপর ভরসা করেছি;তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত।