জবুর 127:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. মাবুদ যদি ঘর তৈরী না করেনতবে মিস্ত্রীরা মিথ্যাই পরিশ্রম করে;যদি মাবুদ শহর রক্ষা না করেনতবে পাহারাদার মিথ্যাই পাহারা দেয়।

2. তোমরা মিথ্যাই খাবার জোগাড়ের জন্যপরিশ্রম করতে ভোরে ওঠ আর দেরি করে ঘুমাতে যাও;কিন্তু মাবুদ যাদের মহব্বত করেন তারা যখন ঘুমায়তখনও তিনি তাদের প্রয়োজন মিটিয়ে থাকেন।

3. ছেলেরা মাবুদের দেওয়া সম্পত্তি,গর্ভের সন্তানেরা তাঁরই দেওয়া পুরস্কার।

4. যৌবনের ছেলেরা যোদ্ধার হাতের তীরের মত।

জবুর 127