জবুর 122:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. আমি আনন্দিত হলাম যখন লোকে আমাকে বলল,“চল, আমরা মাবুদের ঘরে যাই।”

2. হে জেরুজালেম, আমরা তোমার দরজার ভিতরে গিয়ে দাঁড়ালাম।

3. সেই জেরুজালেমকে একটা সুন্দর শহর হিসাবে গড়ে তোলা হয়েছে,যার মধ্যে কোন ধ্বংসস্থান নেই।

4. সেখানেই উঠে যায় সমস্ত গোষ্ঠী,মাবুদের বান্দাদের সমস্ত গোষ্ঠী;ইসরাইলকে দেওয়া হুকুম অনুসারেতারা উঠে যায় মাবুদকে শুকরিয়া জানাবার জন্য।

জবুর 122