জবুর 12:5-7 Kitabul Mukkadas (MBCL)

5. মাবুদ বলেন, “দুঃখীদের সর্বনাশ ও অভাবীদের কান্নার দরুনএবার আমি জেগে উঠব,আর নিরাপদে থাকাই যাদের অন্তরের কামনাতাদের নিরাপদে রাখব।”

6. মাবুদের কথায় খাদ নেই;তা যেন আগুনে পুড়িয়ে নেওয়া রূপা,সাতবার করে শুদ্ধ করা রূপা।

7. হে মাবুদ, তুমিই তাদের নিরাপদে রাখবে;একালের লোকদের হাত থেকেচিরকাল তাদের প্রত্যেককে তুমি রক্ষা করবে।

জবুর 12