97. আমি তোমার নির্দেশ কত ভালবাসি!সারা দিন আমি তা ধ্যান করি।
98. তোমার সব হুকুম আমার শত্রুদের চেয়েআমাকে বুদ্ধিমান করে তোলে,কারণ সেগুলো সব সময়েই আমার সংগে সংগে থাকে।
99. আমার সব শিক্ষকদের চেয়ে আমি জ্ঞানবান,কারণ তোমার সমস্ত কথা আমি ধ্যান করি।
100. বৃদ্ধ লোকদের চেয়েও আমি বেশী বুঝি,কারণ আমি তোমার নিয়ম-কানুন পালন করি।