জবুর 119:59-79 Kitabul Mukkadas (MBCL)

59. আমার চলাফেরার বিষয় আমি চিন্তা করে দেখেছি,সেজন্য তোমার কালামের দিকে আমার পা ফিরিয়েছি।

60. তুমি যে সব হুকুম দিয়েছ তা আমি তাড়াতাড়ি পালন করেছি,দেরি করি নি।

61. দুষ্ট লোকদের দড়িতে আমি বাঁধা পড়েছি,কিন্তু আমি তোমার নির্দেশ ভুলে যাই নি।

62. তোমার ন্যায়পূর্ণ শরীয়তের জন্য শুকরিয়া জানাতেআমি দুপুর রাতে উঠি।

63. যারা তোমাকে ভয় করে ও তোমার নিয়ম-কানুন পালন করেআমি তাদের সকলের সংগী।

64. হে মাবুদ, দুনিয়া তোমার অটল মহব্বতে পূর্ণ;তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।

65. হে মাবুদ, তোমার কালাম অনুসারেতোমার এই গোলামের তুমি মেহেরবানী করেছ।

66. আমার যাতে ভাল বিচারবুদ্ধি ও জ্ঞান হয়সেজন্য তুমি আমাকে শিক্ষা দাও;তোমার সব হুকুমের উপর আমি ভরসা করি।

67. কষ্ট পাবার আগে আমি বিপথে ছিলাম,কিন্তু এখন আমি তোমার কালামের বাধ্য হয়েছি।

68. তুমি মেহেরবান আর মেহেরবানীই করে থাক;তোমার নিয়ম আমাকে শিক্ষা দাও।

69. অহংকারীরা মিথ্যা দিয়ে আমাকে ঢেকে দিয়েছেকিন্তু আমি মনপ্রাণ দিয়ে তোমার নিয়ম-কানুন পালন করি।

70. তাদের অন্তর চর্বির মত অসাড়,কিন্তু আমি তোমার সমস্ত নির্দেশে আনন্দ পাই।

71. আমি যে কষ্ট পেয়েছি তা আমার পক্ষে ভালই হয়েছে;তাতে আমি তোমার নিয়ম শিখতে পারছি।

72. তোমার মুখের নির্দেশ আমার কাছেহাজার হাজার সোনা-রূপার টুকরার চেয়েও দামী।

73. তোমার হাতই আমাকে তৈরী করেছে, আমাকে গড়েছে;আমাকে বুঝবার শক্তি দাও যাতে তোমার সব হুকুমআমি জানতে পারি।

74. যারা তোমাকে ভয় করেতারা আমাকে দেখে আনন্দ পাবে,কারণ আমি তোমার ওয়াদার উপর ভরসা করে আছি।

75. হে মাবুদ, আমি জানি তোমার শরীয়ত ন্যায়ে পূর্ণ;তুমি বিশ্বস্ত বলে আমাকে কষ্ট দিয়েছ।

76. তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছসেই অনুসারে তোমার অটল মহব্বতই হোক আমার সান্ত্বনা।

77. আমার প্রতি তোমার মমতা নেমে আসুক যেন আমি বেঁচে থাকি,কারণ তোমার নির্দেশ আমাকে আনন্দ দেয়।

78. মিথ্যা কথা বলে আমার সর্বনাশ করার জন্যঅহংকারীরা লজ্জিত হোক;কিন্তু আমি তোমার নিয়ম-কানুনের বিষয় ধ্যান করব।

79. যারা তোমাকে ভয় করে ও তোমার কালাম বুঝতে পারেতারা আমার কাছে ফিরে আসুক।

জবুর 119