47. তোমার সব হুকুম পালন করার মধ্যে আমি আনন্দ পাই,কারণ আমি সেগুলো ভালবাসি।
48. তোমার সব হুকুমের প্রতি আমার গভীর আগ্রহ আছে,কারণ আমি সেগুলো ভালবাসি;তোমার নিয়ম আমি ধ্যান করি।
49. তোমার এই গোলামের কাছে তুমি যে ওয়াদা করেছতা মনে করে দেখ;তার দ্বারাই তো তুমি আমাকে আশা দিয়েছিলে।
50. তোমার কালাম যে আমাকে নতুন শক্তি দেয়,কষ্টভোগের সময় এটাই আমার সান্ত্বনা।
51. অহংকারীরা আমাকে খুব ঠাট্টা-বিদ্রূপ করে,কিন্তু আমি তোমার নির্দেশ থেকে একটুও সরে যাই নি।