জবুর 119:129-135 Kitabul Mukkadas (MBCL)

129. তোমার সমস্ত কথা চমৎকার,সেইজন্যই আমি তা পালন করে থাকি।

130. তোমার কালাম প্রকাশিত হলে তা আলো দান করে;তা সরলমনা লোকদের বুঝবার শক্তি দেয়।

131. তোমার হুকুম পাবার জন্য আমি আকুল হয়ে ছিলাম,যেন আমি মুখ খুলে হাঁপাচ্ছিলাম।

132. যারা তোমাকে মহব্বত করে তাদের প্রতি তুমি যেমন করে থাক,তেমনি করে তুমি আমার দিকে ফেরো ও আমার প্রতি রহমত কর।

133. তোমার কালাম অনুসারে ঠিক পথে চলবার জন্যতুমি আমার পা স্থির কর;কোন অন্যায় যেন আমার উপরে কর্তৃত্ব না করে।

134. লোকদের জুলুমের হাত থেকে তুমি আমাকে মুক্ত করযেন আমি তোমার নিয়ম-কানুন পালন করতে পারি।

135. তোমার রহমত আলোর মত করেতোমার এই গোলামের উপর পড়ুক;তোমার সব নিয়ম আমাকে শিক্ষা দাও।

জবুর 119