জবুর 118:24-28 Kitabul Mukkadas (MBCL)

24. এই সেই দিন যা মাবুদ ঠিক করেছেন;এস, আমরা এই দিনে আনন্দ করি ও খুশী হই।

25. হে মাবুদ, মিনতি করি তুমি আমাদের উদ্ধার কর;হে মাবুদ, মিনতি করি সফলতা দান কর।

26. যিনি মাবুদের নামে আসছেন তাঁর প্রশংসা হোক।মাবুদের ঘর থেকে আমরা তোমাদের দোয়া করছি।

27. আল্লাহ্‌ই মাবুদ, তিনিই আমাদের নূর দিয়েছেন।ঈদের কোরবানীর পশু তোমরা দড়ি দিয়ে কোরবানগাহের শিংয়ে বেঁধে দাও।

28. তুমিই আমার আল্লাহ্‌, আমি তোমাকে শুকরিয়া জানাব;তুমিই আমার আল্লাহ্‌, আমি তোমার প্রশংসা করব।

জবুর 118