1. ইসরাইল জাতি যখন মিসর থেকে বের হয়ে আসল,ভিন্ন ভাষায় কথা বলা লোকদের মধ্য থেকেইয়াকুবের বংশ যখন বের হয়ে আসল,
2. তখন এহুদা হল আল্লাহ্র পবিত্র স্থান,ইসরাইল হল তাঁর রাজ্য।
3. তা দেখে লোহিত সাগর পালিয়ে গেল,জর্ডান নদী উজানে বইল,
4. আর বড় বড় পাহাড় ভেড়ার মত,ছোট ছোট পাহাড় ভেড়ার বাচ্চার মত লাফাতে লাগল।