জবুর 110:3-5 Kitabul Mukkadas (MBCL)

3. যুদ্ধের দিনে তোমার লোকেরা নিজেরাই যুদ্ধ করতে আসবে;পবিত্রতার সাজে সেজে ভোরের গর্ভ থেকে যেমন শিশির,তেমনি তোমার কাছে তোমার যুবকেরা।

4. মাবুদ কসম খেয়েছেন, “তুমি চিরকালের জন্যমাল্‌কীসিদ্দিকের মত ইমাম।”এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।

5. দীন-দুনিয়ার মালিক তোমার ডান পাশে আছেন;তাঁর গজবের দিনে তিনি বাদশাহ্‌দের শেষ করে দেবেন।

জবুর 110