9. যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান,আর যাদের অন্তরে খিদে আছে ভাল ভাল জিনিস দিয়েতিনি তাদের তৃপ্ত করেন।
10. তারা অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যে বসে ছিল,সেই বন্দীরা দুঃখে ও লোহার শিকলে কষ্ট পাচ্ছিল;
11. কারণ তারা আল্লাহ্র কালামের বিরুদ্ধে বিদ্রোহ করত,আল্লাহ্তা’লার পরামর্শ তারা তুচ্ছ করত।