জবুর 107:30-36 Kitabul Mukkadas (MBCL)

30. সমুদ্র শান্ত হয়ে গেলে তারা খুশী হল;যে বন্দরে তারা যেতে চেয়েছিলসেখানেই তিনি তাদের নিয়ে গেলেন।

31. মানুষের প্রতি মাবুদের কুদরতি কাজের জন্যআর তাঁর অটল মহব্বতের জন্য তারা তাঁর শুকরিয়া আদায় করুক।

32. সমাজের মধ্যে তারা তাঁর প্রশংসা করুক,বৃদ্ধ নেতাদের সভায় তাঁর গুণগান করুক।

33. তিনি নদীগুলোকে মরুভূমি করে ফেলেন,ঝর্ণাকে করে ফেলেন শুকনা জমি,

34. আর ফসল জন্মানো জমিকে করে ফেলেন লবণের মাঠ।যারা সেখানে বাস করে তাদের দুষ্টতার জন্যইতিনি এই সব করেন।

35. তিনি মরুভূমিকে পুকুর করে ফেলেনআর শুকনা জায়গাকে করে ফেলেন ঝর্ণা।

36. ক্ষুধায় কষ্ট পাওয়া লোকদের তিনি সেখানে বাস করান;তারা সেখানে শহর গড়ে তোলে।

জবুর 107