জবুর 106:17-24 Kitabul Mukkadas (MBCL)

17. দুনিয়া মুখ খুলে দাথনকে গিলে ফেললআর অবীরামের দলকে ঢেকে ফেলল।

18. তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল;আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।

19. তুর পাহাড়ের সামনে তারা একটা বাছুর তৈরী করলআর ছাঁচে ঢালা মূর্তির পূজা করল।

20. তাদের গৌরবময় আল্লাহ্‌কে ফেলেতারা ঘাস খাওয়া গরুর মূর্তিকে গ্রহণ করল।

21. তাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌কে তারা ভুলে গেলযিনি মিসরে অনেক বড় বড় কাজ করেছিলেন।

22. হাম-বংশীয়দের দেশে করা কুদরতি কাজের বিষয়তারা ভুলে গেল,লোহিত সাগরের কাছে করা ভয় জাগানো সব কাজ ভুলে গেল।

23. তাই তিনি বললেন তাদের ধ্বংস করবেন;তিনি তা-ই করতেন কিন্তু তাঁর বাছাই করা বান্দা মূসাতাঁর আসবার পথে গিয়ে দাঁড়ালেন,যেন তিনি তাদের ধ্বংস করে ফেলার রাগ ফিরাতে পারেন।

24. পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল;তারা মাবুদের কথায় বিশ্বাস করল না।

জবুর 106