জবুর 105:5-6-9 Kitabul Mukkadas (MBCL)

5-6. হে তাঁর গোলাম ইব্রাহিমের বংশধরেরা,তাঁর বেছে নেওয়া ইয়াকুবের সন্তানেরা,তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো;তাঁর অলৌকিক কাজের কথাআর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।

7. তিনিই আমাদের মাবুদ আল্লাহ্‌;গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।

8. যে কালামের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য,তাঁর সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন।

9. সেই ব্যবস্থা তিনি ইব্রাহিমের জন্য স্থাপন করেছিলেনআর ইসহাকের কাছে কসম খেয়েছিলেন।

জবুর 105