জবুর 105:29-44 Kitabul Mukkadas (MBCL)

29. তাদের পানি তিনি রক্ত করে দিলেন,তাতে সব মাছ মরে গেল।

30. দেশ ব্যাঙে কিল্‌বিল্‌ করতে লাগল;এমন কি, তাদের বাদশাহ্‌র ঘরে গিয়েও সেগুলো ঢুকল।

31. তাঁর কথায় ঝাঁকে ঝাঁকে পোকা আসল,তাদের দেশ মশাতে ছেয়ে গেল।

32. তিনি বৃষ্টির মত করে তাদের উপর শিলা ফেললেন,সারা দেশে বিদ্যুৎ চমকাতে লাগল।

33. তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেনআর দেশের সব গাছপালা ভেংগে দিলেন।

34. তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল;

35. সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল।

36. তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল,অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন।

37. তিনি সোনা-রূপা সহ বনি-ইসরাইলদের বের করে আনলেন;তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।

38. তাদের চলে যাওয়া দেখে মিসরীয়রা খুশী হয়েছিল,কারণ তারা বনি-ইসরাইলদের ভীষণ ভয় করত।

39. তাদের আড়াল করার জন্য তিনি তাঁর সেই মেঘটি মেলে দিলেন,আর রাতে আলো দেবার জন্য দিলেন আগুন।

40. তারা খাবার চেয়েছিল বলে তিনি তাদের ভারুই পাখী এনে দিলেন;বেহেশত থেকে রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন।

41. তিনি পাথর খুলে দিলেন, তাতে পানি বেরিয়ে আসল;শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল।

42. তাঁর গোলাম ইব্রাহিমের কাছে তিনি যে পবিত্র ওয়াদা করেছিলেনতা তিনি মনে করলেন।

43. আনন্দ ও আনন্দ-গানের সংগেতাঁর বাছাই করা বান্দাদের তিনি বের করে আনলেন।

44. তিনি অন্যান্য জাতির দেশ বনি-ইসরাইলদের দিলেনআর সেই সব জাতির পরিশ্রমের ফলতাঁর বান্দাদের নিতে দিলেন,

জবুর 105