7. কিন্তু সেই পানি তোমার হুকুমে চলে গেল;তা ছুটে চলে গেল তোমার গর্জনে।
8. পাহাড়-পর্বত আরও উঁচু হয়ে উঠল,সব উপত্যকা আরও নীচু হয়ে গেল;তুমি যে জায়গা ঠিক করে রেখেছিলে সেগুলো সেই পর্যন্তগিয়ে পৌঁছাল।
9. এইভাবে তুমি পানির সীমানা ঠিক করে দিয়েছ,যাতে পানি আর কখনও সীমানা ডিংগিয়েদুনিয়াকে ঢেকে না ফেলে।
10. উপত্যকার মধ্যে তুমিই পানির ঝর্ণা পাঠাও;সেই পানি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায়।
11. তা জীবজন্তুদের পানির যোগান দেয়;তাতে বুনো গাধার পিপাসা মেটে।
12. পানির কাছেই আকাশের পাখীরা বাসা বাঁধে,আর গাছের ডালে ডালে গান গায়।