জবুর 104:10-12 Kitabul Mukkadas (MBCL)

10. উপত্যকার মধ্যে তুমিই পানির ঝর্ণা পাঠাও;সেই পানি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যায়।

11. তা জীবজন্তুদের পানির যোগান দেয়;তাতে বুনো গাধার পিপাসা মেটে।

12. পানির কাছেই আকাশের পাখীরা বাসা বাঁধে,আর গাছের ডালে ডালে গান গায়।

জবুর 104