জবুর 104:1-6 Kitabul Mukkadas (MBCL)

1. হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর;হে আল্লাহ্‌, আমার মাবুদ, তুমি কত মহান!তুমি গৌরব ও মহিমার সাজে সেজে আছ।

2. কাপড়ের মত করে তুমি নিজেকে আলো দিয়ে ঢেকেছ;আসমানকে তুমি ছাউনির মত করে বিছিয়ে দিয়েছ।

3. তোমার বেহেশতের বাসস্থানের ভিত্তিতুমি আসমানের পানির উপরে স্থাপন করেছ;তুমি মেঘকে করেছ তোমার রথ;তুমি বাতাসের পাখায় ভর করে চলাচল কর।

4. তুমি বাতাসকে তোমার দূত করেছ;জ্বলন্ত আগুনকে করেছ তোমার গোলাম।

5. তুমি দুনিয়াকে তার নিজের ভিত্তির উপর স্থাপন করেছ;তা কখনও নড়বে না।

6. তুমি দুনিয়াকে কাপড় দিয়ে ঢাকার মত করেসাগরের পানি দিয়ে ঢেকেছিলে;পাহাড়-পর্বতও সেই পানিতে ঢাকা ছিল।

জবুর 104