জবুর 103:3-10 Kitabul Mukkadas (MBCL)

3. তোমার সমস্ত গুনাহ্‌ তিনি মাফ করেন;তিনি তোমার সমস্ত রোগ ভাল করেন।

4. তিনি কবর থেকে তোমার জীবন মুক্ত করেন;তিনি তোমাকে অটল মহব্বত ও মমতায় ঘিরে রাখেন।

5. যা উপকার আনে তেমন সব জিনিস দিয়েতিনি তোমাকে তৃপ্ত করেন;তিনি ঈগল পাখীর মত তোমাকে নতুন যৌবন দেন।

6. মাবুদ উচিত কাজ করেন;তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন।

7. কি উদ্দেশ্যে কি করেন তা তিনি মূসাকে জানিয়েছেন;তাঁর কাজ তিনি বনি-ইসরাইলদের দেখতে দিয়েছেন।

8. মাবুদ মমতায় পূর্ণ ও দয়াময়;তিনি সহজে রেগে উঠেন না,তাঁর অটল মহব্বতের সীমা নেই।

9. তিনি দোষীর বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না,চিরকাল রাগ পুষে রাখেন না।

10. আমাদের গুনাহের শাস্তি যতটা আমাদের পাওনাততটা তিনি আমাদের দেন না;আমাদের অন্যায় অনুসারেও শাস্তি দেন না।

জবুর 103