5. যেন শরীয়তের অধীনে থাকা লোকদের তিনি মুক্ত করতে পারেন, আর আল্লাহ্র সন্তান হিসাবে আমাদের গ্রহণ করতে পারেন।
6. তোমরা সন্তান বলেই আল্লাহ্ তাঁর পুত্রের রূহ্কে তোমাদের দিলে থাকবার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই রূহ্ আল্লাহ্কে আব্বা, অর্থাৎ পিতা বলে ডাকেন।
7. ফলে তোমরা আর গোলাম নও বরং সন্তান। যদি তোমরা সন্তানই হয়ে থাক তবে আল্লাহ্ যা দেবেন বলে ওয়াদা করেছেন তোমরা তার অধিকারী।