25. সীষরা পানি চাইলে সে তাকে এনে দিল দুধ;সুন্দর বাটিতে করে এনে দিল ঘন করা দুধ।
26. পরে সে হাতে নিল তাম্বু বাঁধার গোঁজ,আর ডান হাতে ধরল কামারের হাতুড়ী;সে সীষরাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিলআর কপালে বিঁধিয়ে দিল সেই গোঁজখানা।
27. তার পায়ের কাছে সীষরা পড়ে গেলআর যেখানে পড়ল সেখানেই সে পড়ে রইল;তার পায়ের কাছে যেখানে সে পড়েছিলসেখানেই সে মরে গেল।
28. সীষরার মা জানালা দিয়ে চেয়ে দেখল,জালির পিছন থেকে সে চেঁচিয়ে বলল,“তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে?তার রথের চাকার শব্দ কেন এখনও শোনা যাচ্ছে না?”
29. তার বুদ্ধিমতী সংগিনীরা এর জবাব দিল;সেও মনে মনে বলতে লাগল,
30. “নিশ্চয়ই তারা লুটের জিনিস পেয়েছেআর ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে;প্রত্যেক পুরুষের জন্য একটা বা দু’টা করে মেয়েআর সীষরার জন্য রংগীন পোশাক,ফুল তোলা রংগীন পোশাক,গলার চারপাশে সুন্দর করে ফুল তোলা পোশাক-এ সবই কি তারা লুট হিসাবে পায় নি?”