কাজীগণ 5:22-24 Kitabul Mukkadas (MBCL)

22. তারপর মাটি কেঁপে উঠল ঘোড়ার খুরের ঘায়েআর শক্তিশালী ঘোড়াগুলো চলল খট্‌-খটা-খট্‌ করে।

23. মাবুদের ফেরেশতা বললেন, “মেরোসকে বদদোয়া দাও,ভীষণভাবে বদদোয়া দাও সেখানকার লোকদের;তারা কেউ যুদ্ধে মাবুদের সংগে যোগ দেয় নি,যোগ দেয় নি শক্তিশালীদের বিরুদ্ধে।

24. ধন্যা কেনীয় হেবরের স্ত্রী যায়েল,ধন্যা সে স্ত্রীলোকদের মধ্যে;সে তাম্বুবাসী স্ত্রীলোকদের মধ্যে ধন্যা ।

কাজীগণ 5