8. জেরুজালেমের বিরুদ্ধে বাদশাহ্ আর্টা-জারেক্সেসের কাছে শাসনকর্তা রহূম ও লেখক শিম্শয়ের চিঠি।
11. তাঁরা বাদশাহ্ আর্টা-জারেক্সেসের কাছে যে চিঠি লিখেছিলেন তা এই:“আপনার গোলামেরা, অর্থাৎ ফোরাত নদীর পশ্চিম পারের লোকেরা বাদশাহ্ আর্টা-জারেক্সেসের কাছে লিখছে।
12. মহারাজের জানা দরকার যে, আপনার কাছ থেকে যে ইহুদীরা আমাদের কাছে এসেছে তারা জেরুজালেমে গেছে এবং বিদ্রোহী ও খারাপ শহরটা আবার গড়ে তুলছে; তারা এর দেয়াল ও ভিত্তি মেরামত করছে।
13. মহারাজের আরও জানা দরকার যে, যদি ঐ শহর ও দেয়াল আবার গড়ে তোলা হয় তবে ঐ লোকেরা খাজনা, কর্ কিংবা শুল্ক দেবে না। তাতে বাদশাহ্র আয়ের ক্ষতি হবে।
14. আমরা রাজবাড়ীর লবণ খাই তাই বাদশাহ্কে অসম্মানিত হতে দেখা আমাদের উচিত নয়। কাজেই আমরা এই সংবাদ বাদশাহ্র কাছে পাঠাচ্ছি।