ইয়ারমিয়া 37:21 Kitabul Mukkadas (MBCL)

তখন বাদশাহ্‌ সিদিকিয় ইয়ারমিয়াকে পাহারাদারদের উঠানে রাখবার জন্য হুকুম দিলেন এবং শহরের সমস্ত রুটি শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন রুটিওয়ালাদের রাস্তা থেকে তাঁকে একখানা করে রুটি দেবার হুকুম দিলেন। কাজেই ইয়ারমিয়া পাহারাদারদের উঠানে রইলেন।

ইয়ারমিয়া 37

ইয়ারমিয়া 37:11-12-21