ইহিস্কেল 27:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. পরে মাবুদ আমাকে বললেন,

2. “হে মানুষের সন্তান, টায়ারের বিষয়ে তুমি বিলাপ কর।

3. সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, সমুদ্র পারের অনেক জাতির যে বণিক সেই টায়ারকে তুমি বল যে, আল্লাহ্‌ মালিক বলছেন, ‘হে টায়ার, তুমি বলছ তুমি সৌন্দর্যে পরিপূর্ণা।

ইহিস্কেল 27