ইহিস্কেল 21:6-8 Kitabul Mukkadas (MBCL)

6. “সেইজন্য হে মানুষের সন্তান, তুমি কাত্‌রাও, ভাংগা দিল ও গভীর দুঃখে তাদের সামনে কাত্‌রাও।

7. তারা যখন তোমাকে জিজ্ঞাসা করবে, ‘কেন কাত্‌রা"ছ?’ তুমি বলবে, ‘যে সংবাদ আসছে তার জন্য কাত্‌রাচ্ছি। সেই সময় সকলের দিল গলে যাবে এবং সকলের হাত নিসে-জ হবে; সকলের মন মুষ্‌ড়ে পড়বে ও সকলের হাঁটু দুর্বল হয়ে যাবে। আল্লাহ্‌ মালিক বলছেন যে, তা আসছে; তা হবেই হবে।’ ”

8. মাবুদ আমাকে আরও বললেন,

ইহিস্কেল 21