ইহিস্কেল 19:9-14 Kitabul Mukkadas (MBCL)

9. নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখলআর ব্যাবিলনের বাদশাহ্‌র কাছে নিয়ে গেল।তারা তাকে কেল্লায় বন্ধ করে রাখল;ইসরাইলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না।

10. “ ‘তোমার মা পানির ধারে লাগানো একটা আংগুর গাছের মত;প্রচুর পানি পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা।

11. তার ডালগুলো ছিল শক্ত,শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত।সেই গাছটা উঁচু হয়ে যেন মেঘ ছুঁলো;সেইজন্য তার পাতা-ভরা ডালপালা সহজে নজরে পড়ল।

12. কিন্তু মাবুদ তাঁর রাগে সেটা উপ্‌ড়ে মাটিতে ফেলে দিলেন।পূবের বাতাসে সেটা কুঁকড়ে গেল,তার ফল ঝরে পড়ল;তার শক্ত ডালগুলো ভেংগে শুকিয়ে গেল,আর আগুন তা পুড়িয়ে ফেলল।

13. এখন সেটাকে মরুভূমিতে, শুকনা, পানিহীন দেশে লাগানো হয়েছে।

14. তার গুঁড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ল;তার ডাল ও ফল পুড়ে গেল।শাসনকর্তার রাজদণ্ড হবার উপযুক্ত কোন শক্ত ডালই তাতে রইল না।’“এটা একটা বিলাপ; দুঃখের কাওয়ালী হিসাবে এটা ব্যবহার করা হবে।”

ইহিস্কেল 19