বাদশাহ্র সেবাকারীরা বাদশাহ্র হুকুম রাণীকে জানালে পর রাণী বষ্টী আসতে রাজী হলেন না। এতে বাদশাহ্ ভীষণ রেগে আগুন হয়ে গেলেন।