4. মাদিয়ানের হেরে যাওয়ার দিনে যেমন তুমি করেছিলে,তেমনি করেই তুমি চুরমার করে দেবেসেই জোয়াল, যা তাদের উপর ভার হয়ে আছে,সেই লাঠি, যা তাদের আঘাত করে,সেই জাতি, যে তাদের উপর জুলুম করে।
5. যুদ্ধ করতে আসা প্রত্যেকজন যোদ্ধার জুতা,রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক আগুনে পুড়িয়ে দেওয়া হবে।
6. এই সমস্ত হবে,কারণ একটি ছেলে আমাদের জন্য জন্মগ্রহণ করবেন,একটি পুত্র আমাদের দেওয়া হবে।শাসন করবার ভার তাঁর কাঁধের উপর থাকবে,আর তাঁর নাম হবে আশ্চর্য পরামর্শদাতা, শক্তিশালী আল্লাহ্,চিরস্থায়ী পিতা, শান্তির বাদশাহ্।