ইশাইয়া 60:5-8 Kitabul Mukkadas (MBCL)

5. তা দেখে তুমি আনন্দে উজ্জ্বল হবে,মহা আনন্দে তোমার বুক ফুলে উঠবে;সাগরের ধন তোমার কাছে আনা হবে,জাতিদের ধন-সম্পদ তোমার কাছে আসবে।

6. মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে,ছেয়ে যাবে মাদিয়ান ও ঐফার শক্তিশালী উটে।তারা সোনা আর খোশবু ধূপ নিয়ে সাবা দেশ থেকে আসবেআর মাবুদের গৌরব ঘোষণা করবে।

7. কায়দারের ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে,নাবায়ুতের ভেড়া তোমার কাজে লাগবে;আমার কোরবানগাহের উপরে কোরবানী হিসাবে আমি সেগুলো গ্রহণ করব,আর আমার গৌরবময় ঘর আমি আরও গৌরবময় করব।

8. “নিজের নিজের বাসার দিকে ঘুঘু যেমন উড়ে আসেতেমনি এরা কারা মেঘের মত উড়ে আসছে?

ইশাইয়া 60