ইশাইয়া 60:3-7 Kitabul Mukkadas (MBCL)

3. জাতিরা তোমার আলোর কাছে আসবে;বাদশাহ্‌রা তোমার ভোরের উজ্জ্বলতার কাছে আসবে।

4. “তুমি চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখ,তারা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে;তোমার ছেলেরা দূর থেকে আসছেআর তোমার মেয়েদের কোলে করে আনা হচ্ছে।

5. তা দেখে তুমি আনন্দে উজ্জ্বল হবে,মহা আনন্দে তোমার বুক ফুলে উঠবে;সাগরের ধন তোমার কাছে আনা হবে,জাতিদের ধন-সম্পদ তোমার কাছে আসবে।

6. মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে,ছেয়ে যাবে মাদিয়ান ও ঐফার শক্তিশালী উটে।তারা সোনা আর খোশবু ধূপ নিয়ে সাবা দেশ থেকে আসবেআর মাবুদের গৌরব ঘোষণা করবে।

7. কায়দারের ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে,নাবায়ুতের ভেড়া তোমার কাজে লাগবে;আমার কোরবানগাহের উপরে কোরবানী হিসাবে আমি সেগুলো গ্রহণ করব,আর আমার গৌরবময় ঘর আমি আরও গৌরবময় করব।

ইশাইয়া 60