16. মা যেমন তার সন্তানকে দুধ খাওয়ায়তেমনি জাতিরা ও বাদশাহ্রা তাদের ভাল ভাল জিনিস তোমাকে দেবে।তখন তুমি জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা,তোমার মুক্তিদাতা, ইয়াকুবের শক্তিশালী আল্লাহ্।
17. আমি তোমার জন্য আনব ব্রোঞ্জের বদলে সোনাআর লোহার বদলে রূপা।কাঠের বদলে আমি তোমার জন্য আনব ব্রোঞ্জআর পাথরের বদলে লোহা।আমি উন্নতিকে করব তোমার শাসনকর্তাআর সততাকে করব তোমার নেতা।
18. কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না,তোমার সীমানার মধ্যে শোনা যাবে নাকোন ধ্বংস বা বিনাশের কথা।তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধারআর তোমার দরজাগুলোর নাম হবে প্রশংসা।
19. দিনের বেলায় সূর্যের আলো তোমার আর দরকার হবে না,চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না,কারণ মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো,আর তোমার আল্লাহ্ হবেন তোমার জাঁকজমক।
20. তোমার সূর্য আর কখনও অস্ত যাবে না,তোমার চাঁদও আর ক্ষীণ হয়ে যাবে না।মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো;তোমার শোকের দিন শেষ হবে।