1. মাবুদ বলছেন, “হে জেরুজালেম,ওঠো, আলো দাও, কারণ তোমার আলো এসে গেছে;মাবুদের মহিমা তোমাকে আলো দিচ্ছে।
2. দেখ, দুনিয়া আঁধারে ঢেকে গেছেআর জাতিদের উপরে এসেছে ঘন অন্ধকার,কিন্তু মাবুদ তোমার উপরে আলো দেবেনআর তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।
3. জাতিরা তোমার আলোর কাছে আসবে;বাদশাহ্রা তোমার ভোরের উজ্জ্বলতার কাছে আসবে।