ইশাইয়া 57:18-21 Kitabul Mukkadas (MBCL)

18. আমি মানুষের সব ব্যবহার দেখেছি, তবুও আমি তাদের সুস্থ করব। আমি তাদের পরিচালনা করব এবং যারা শোক করে তাদের সান্ত্বনা দান করব।

19. তাতে তারা বলবে, ‘কাছের ও দূরের সকলের ভাল হোক।’ আমি মাবুদ বলছি যে, আমি তাদের সুস্থ করব।”

20. কিন্তু দুষ্টেরা দুলতে থাকা সমুদ্রের মত যার ঢেউ পাঁক ও কাদা উপরে উঠায়।

21. আমার আল্লাহ্‌ বলছেন, “দুষ্টদের কোন শান্তি নেই।”

ইশাইয়া 57