8. জুলুম ও অন্যায় বিচার করে তাঁকে হত্যা করা হয়েছিল।সেই সময়কার লোকদের মধ্যে কে খেয়াল করেছিল যে,আমার লোকদের গুনাহের জন্য তাঁকে জীবিতদের দেশ থেকেশেষ করে ফেলা হয়েছে?সেই শাস্তি তো তাদেরই পাওনা ছিল।
9. যদিও তিনি কোন অনিষ্ট করেন নিকিংবা তাঁর মুখে কোন ছলনার কথা ছিল না,তবুও দুষ্টদের সংগে তাঁকে দাফন করা হয়েছিলআর মৃত্যুর দ্বারা তিনি ধনীর সংগী হয়েছিলেন।
10. আসলে মাবুদ তাঁর ইচ্ছা অনুসারে তাঁকে চুরমার করেছিলেনআর তাঁকে কষ্ট ভোগ করিয়েছিলেন।মাবুদের গোলাম যখন তাঁর প্রাণকে দোষের কোরবানী হিসাবে দেবেনতখন তিনি তাঁর সন্তানদের দেখতে পাবেনআর তাঁর আয়ু বাড়ানো হবে;তাঁর দ্বারাই মাবুদের ইচ্ছা পূর্ণ হবে।
11. তিনি তাঁর কষ্টভোগের ফল দেখে তৃপ্ত হবেন;মাবুদ বলছেন, আমার ন্যায়বান গোলামকে গভীরভাবে জানবার মধ্য দিয়েঅনেককে ধার্মিক বলে গ্রহণ করা হবে,কারণ তিনি তাদের সব অন্যায় বহন করবেন।