ইশাইয়া 5:1-7 Kitabul Mukkadas (MBCL)

1. আমি যাঁকে মহব্বত করি তাঁর উদ্দেশে আমি একটা কাওয়ালী গাইব,কাওয়ালী গাইব তাঁর আংগুর ক্ষেতের বিষয়ে।পাহাড়ের গায়ে একটা উর্বর জায়গায় ছিলআমার প্রিয়ের একটা আংগুর ক্ষেত।

2. তিনি জায়গাটা খুঁড়ে সব পাথর তুলে ফেললেনআর তাতে লাগালেন সব চেয়ে ভাল আংগুরের লতা।তার মধ্যে তিনি তৈরী করলেন একটা উঁচু পাহারা-ঘরআর আংগুর মাড়াইয়ের জন্য পাথর কেটে ঠিক করে নিলেন।তারপর তিনি সেখানে ভাল আংগুর ফলের জন্য অপেক্ষা করলেন,কিন্তু তাতে ধরল কেবল বুনো আংগুর।

3. “হে জেরুজালেমের বাসিন্দারা ও এহুদার লোকেরা,এখন তোমরাই বল, এ কি আমার, না আমারআংগুর ক্ষেতের দোষ?

4. আমার আংগুর ক্ষেতের জন্য আমি যা করেছিতার চেয়ে বেশী আর কি করা যেত?যখন আমি ভাল আংগুরের জন্য অপেক্ষা করলামতখন কেন তাতে ধরল কেবল বুনো আংগুর?

5. আমার আংগুর ক্ষেতের প্রতি যা করবতা এখন আমি তোমাদের বলব:আমি তার বেড়া তুলে ফেলবআর তাতে জমিটা ধ্বংস হয়ে যাবে;আমি তার দেয়াল ভেংগে ফেলবআর তাতে তা পায়ে মাড়ানো হবে।

6. আমি ওটা একটা ধ্বংসস্থান করব;তার লতা ছাঁটাও হবে না এবং তার জমিও চাষ করা হবে না,আর সেখানে জন্মাবে কেবল কাঁটাঝোপ আর কাঁটাগাছ।আমি মেঘকে হুকুম দেব যেন সে বৃষ্টি না দেয়।”

7. আল্লাহ্‌ রাব্বুল আলামীনের আংগুর ক্ষেত হলইসরাইল-বংশের লোকেরা;আর এহুদার লোকেরা হল তাঁর আনন্দের আংগুর-চারা।তিনি ন্যায়বিচারের খোঁজ করলেন কিন্তু দেখলেন রক্তপাত;তিনি সততার তালাশ করলেন কিন্তু শুনলেন দুঃখের কান্না।

ইশাইয়া 5