ইশাইয়া 42:9-11 Kitabul Mukkadas (MBCL)

9. দেখ, আগেকার ঘটনাগুলো ঘটে গেছে আর এখন আমি নতুন ঘটনার কথা ঘোষণা করব; সেগুলো ঘটবার আগেই তোমাদের কাছে তা জানাচ্ছি।”

10. হে সাগরে চলাচলকারীরা, সাগরের মধ্যেকার সব প্রাণী,হে দূরের দেশগুলো আর তার মধ্যেকার বাসিন্দারা,তোমরা সবাই মাবুদের উদ্দেশে একটা নতুন কাওয়ালী গাও,দুনিয়ার শেষ সীমা থেকে তাঁর প্রশংসার কাওয়ালী গাও।

11. মরুভূমি ও তার শহরগুলো জোরে জোরে প্রশংসা করুক;কায়দারীয়দের গ্রামগুলোও তা করুক,শেলার লোকেরা আনন্দে কাওয়ালী করুক,পাহাড়ের চূড়াগুলো থেকে আনন্দে চিৎকার করুক।

ইশাইয়া 42