ইশাইয়া 40:26-31 Kitabul Mukkadas (MBCL)

26. তোমরা চোখ তুলে আসমানের দিকে তাকিয়ে দেখ;কে ঐ সব সৃষ্টি করেছেন?তিনিই তারাগুলোকে এক এক করে বের করে এনেছেন;তিনিই তাদের প্রত্যেকের নাম ধরে ডাকেন।তাঁর মহাক্ষমতা ও মহাশক্তির জন্যতাদের একটাও হারিয়ে যায় না।

27. হে ইয়াকুব, কেন তুমি বলছ,হে ইসরাইল, কেন তুমি এই নালিশ করছ,“আমার পথ মাবুদের কাছ থেকে লুকানো রয়েছে,আমার ন্যায়বিচার পাবার অধিকারআমার আল্লাহ্‌ অগ্রাহ্য করেছেন”?

28. তোমরা কি জান না?তোমরা কি শোন নি?মাবুদ, যিনি চিরকাল স্থায়ী আল্লাহ্‌,যিনি দুনিয়ার শেষ সীমার সৃষ্টিকর্তা,তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না;তাঁর বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না।

29. তিনি দুর্বলদের শক্তি দেনআর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন।

30. অল্পবয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়আর যুবকেরা উচোট খেয়ে পড়ে যায়,

31. কিন্তু যারা মাবুদের উপর আশা রাখেতারা নতুন শক্তি পাবে।তারা ঈগল পাখীর মত ডানা মেলে উঁচুতে উড়বে;তারা দৌড়ালে ক্লান্ত হবে না,তারা হাঁটলে দুর্বল হবে না।

ইশাইয়া 40