ইশাইয়া 40:1-7 Kitabul Mukkadas (MBCL)

1. তোমাদের আল্লাহ্‌ বলছেন, “আমার বান্দাদের সান্ত্বনা দাও,সান্ত্বনা দাও।

2. জেরুজালেমের লোকদের সংগে নরমভাবে কথা বল,আর তাদের কাছে এই কথা ঘোষণা কর যে,তাদের দুঃখ-কষ্ট শেষ হয়েছে,তাদের গুনাহের মাফ হয়েছে,তাদের সব গুনাহের ফলতারা মাবুদের হাত থেকে পুরোপুরিই পেয়েছে।”

3. একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,“তোমরা মরুভূমিতে মাবুদের পথ ঠিক কর;মরুভূমিতে আমাদের আল্লাহ্‌র জন্যএকটা রাস্তা সোজা কর।

4. প্রত্যেক উপত্যকা ভরা হবে,পাহাড়-পর্বত সমান করা হবে,পাহাড়ী জায়গা সমতল করা হবে,আর অসমান জমি সমান করা হবে।

5. তখন মাবুদের গৌরব প্রকাশিত হবে,আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে;মাবুদই এই সব কথা বলেছেন।”

6. একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।”আমি বললাম, “আমি কি ঘোষণা করব?”“সব মানুষই ঘাসের মত,ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য।

7. ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়,কারণ মাবুদের নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়।সত্যিই মানুষ ঘাসের মত।

ইশাইয়া 40