ইশাইয়া 35:7-9 Kitabul Mukkadas (MBCL)

7. শুকনা জমি পুকুর হবে,আর পিপাসিত মাটিতে পানির ঝর্ণা উঠবে;যেখানে শিয়ালেরা শুয়ে থাকতসেই জায়গায় জন্মাবে নল-খাগড়ার জংগল।

8. সেখানে হবে একটা রাজপথ,জ্বী, একটা পথ হবে;সেটাকে বলা হবে পবিত্রতার পথ।নাপাক লোকেরা তার উপর দিয়ে যাবে না;সেটা হবে তাদের জন্য যারা পবিত্রতার পথে চলে।অসাড়-বিবেক লোকেরা সেই পথ দিয়ে যাবে না।

9. সেখানে কোন সিংহ থাকবে না,কোন হিংস্র জন্তু সেই পথে যাবে না;সেখানে তাদের দেখা যাবে না,কিন্তু কেবল মুক্তি পাওয়া লোকেরাই সেই পথে হাঁটবে,

ইশাইয়া 35