ইশাইয়া 3:18-23 Kitabul Mukkadas (MBCL)

18. সেই দিনে দীন-দুনিয়ার মালিক তাদের সুন্দর সুন্দর গয়নাগাঁটি কেড়ে নেবেন। তিনি তাদের নূপুর, মাথার টায়রা, চন্দ্রহার,

19. কানের দুল, বালা, জালি পর্দা,

20. মাথার ঘোমটা, পায়ের মল, কোমরের রেশমী ফিতা, খোশবুর শিশি, তাবিজ,

21. আংটি ও নাকের নোলক,

22. সুন্দর সুন্দর লম্বা কোর্তা, উপরের কোর্তা, শাল, টাকার থলি,

23. আয়না, মসীনার ভিতরের কাপড়, পাগড়ী আর ওড়না কেড়ে নেবেন।

ইশাইয়া 3