ইশাইয়া 11:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. ইয়াসিরের গোড়া থেকে একটা নতুন চারা বের হবেন;তাঁর মূলের সেই চারায় ফল ধরবে।

2. তাঁর উপর থাকবেনমাবুদের রূহ্‌,জ্ঞান ও বুঝবার রূহ্‌,পরামর্শ ও শক্তির রূহ্‌,বুদ্ধি ও মাবুদের প্রতি ভয়ের রূহ্‌।

3. তিনি মাবুদের প্রতি ভয়ে আনন্দিত হবেন।তিনি চোখে যা দেখবেন তা দিয়ে বিচার করবেন না,কিংবা কানে যা শুনবেন তা দিয়ে মীমাংসা করবেন না;

4. কিন্তু অভাবীদের প্রতি ন্যায়বিচার করবেন,আর দুনিয়ার গরীবদের ব্যাপার সততার সংগে মীমাংসা করবেন।লাঠির মত করে তিনি মুখের কথায় দুনিয়াকে আঘাত করবেন,আর দুষ্টদের হত্যা করবেন তাঁর মুখের শ্বাসে।

5. সততা হবে তাঁর কোমর-বাঁধনিআর বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়াবার পটি।

ইশাইয়া 11