ইবরানী 1:9-14 Kitabul Mukkadas (MBCL)

9. তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর;সেইজন্য আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌,তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দতেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।”

10. আল্লাহ্‌ আরও বলেছেন,“প্রভু, তুমি অনেক কাল আগেই দুনিয়ার ভিত্তি গেঁথেছিলে;আসমানও তোমার হাতে গড়া।

11. সেগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি চিরকাল থাকবে।কাপড়ের মতই সেগুলো পুরানো হয়ে যাবে।

12. সেগুলোকে তুমি কাপড়ের মতই গুটিয়ে রাখবে,আর কাপড়ের মত সেগুলোকে বদল করা হবে।কিন্তু তুমি একই রকম থাকবে,আর তোমার জীবনকাল কখনও শেষ হবে না।”

13. আল্লাহ্‌ কখনও কি কোন ফেরেশতাকে এই কথা বলেছেন,“যতক্ষণ না আমি তোমার শত্রুদেরতোমার পায়ের তলায় রাখি,ততক্ষণ তুমি আমার ডানদিকে বস”?

14. ফেরেশতারা কি সকলেই সেবাকারী রূহ্‌ নন? যারা নাজাত পাবে তাদের সেবা করবার জন্যই তো তাঁদের পাঠানো হয়।

ইবরানী 1