9. কারণ যা ভাল, ধার্মিক ও সত্য তা-ই হল নূরের ফল।
10. তাতে তোমরা যাচাই করে দেখতে পারবে কোন্ কোন্ কাজে প্রভু খুশী হন।
11. অন্ধকারের নিষ্ফল কাজের সংগে তোমাদের যোগ না থাকুক; তোমরা বরং সেগুলোর দোষ দেখিয়ে দাও,
12. কারণ মানুষের গোপনে করা এই সব কাজের কথা বলাও লজ্জার বিষয়।